সিলেট যেন এক আলোকিত শহর | বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে সিলেট শহর আলোকসজ্জায় সজ্জিত

 



রাতের সিলেট আর দিনের সিলেটের পার্থক্যটা অনেক ভিন্ন। বাংলাদেশের সবচেয়ে আলোকিত শহর সিলেট বিশেষ করে রাতের দৃশ্যটা অনেক জলমলে। আর পুরো মার্চ মাস থেকে বিভিন্ন লাইট ও আলোকসজ্জা দিয়ে মুরিয়ে দেয়া হয়েছে সিলেট শহরের চারিদিক। সরকারি ও বেশরকারি ভবন গুলোতে সজ্জিত করা হয়েছে বিভিন্ন রঙ্গিন লাইট ও লেজার লাইট। কারণ ১৭ই মার্চ পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আর ২৬শে মার্চ ও বাংলাদেশের ৫০তম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট ছাড়াও সব জেলা, উপজেলা ও থানায় সজ্জিত করা হয়েছে বর্ণিল সাজে।

সিলেট সিটি কর্পোরেশন 
Sylhet city corporation






মধুবন মার্কেট বন্দর বাজার
Modhubon market bondor bazar


Post a Comment

2 Comments