রাতের সিলেট আর দিনের সিলেটের পার্থক্যটা অনেক ভিন্ন। বাংলাদেশের সবচেয়ে আলোকিত শহর সিলেট বিশেষ করে রাতের দৃশ্যটা অনেক জলমলে। আর পুরো মার্চ মাস থেকে বিভিন্ন লাইট ও আলোকসজ্জা দিয়ে মুরিয়ে দেয়া হয়েছে সিলেট শহরের চারিদিক। সরকারি ও বেশরকারি ভবন গুলোতে সজ্জিত করা হয়েছে বিভিন্ন রঙ্গিন লাইট ও লেজার লাইট। কারণ ১৭ই মার্চ পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আর ২৬শে মার্চ ও বাংলাদেশের ৫০তম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট ছাড়াও সব জেলা, উপজেলা ও থানায় সজ্জিত করা হয়েছে বর্ণিল সাজে।
সিলেট সিটি কর্পোরেশন
![]() |
মধুবন মার্কেট বন্দর বাজার
2 Comments
nice city
ReplyDeleteJust amazing
ReplyDelete