আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশন বা ISS এর আকার একটি ফুটবল মাঠের সমান আর চায়না যে মহাকাশ ষ্টেশন তৈরি করতে যাচ্ছে সেটি এটি থেকে অর্ধেক হবে অর্থাৎ প্রায় অর্ধেক ফুটবল মাঠের সমান। এপ্রিলের শেষের দিকে ২৭ এপ্রিল চায়নার মহাকাশ প্রযুক্তি কেন্দ্র তিয়ানসি থেকে সফল উৎকেপন করতে সক্ষম হয়। এটি ছিল এই মিশনের প্রথম নভোযান Long March 5B যেটি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ কি.মি উপরে স্থাপন করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চিনার মহাকাশ নভোচারীরা। আর তখন থেকেই এই বিপত্তি। মহাকাশ বিজ্ঞানীরা তাদের ক্যালকুলেশন থেকে আগে বলেছিল এটি পৃথিবীর চায়না, ইতালি, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে পরার কথা আবার অনেকে বলছেন এটি মহাসাগরে পড়তে পারে। তখন এটি অনেক বিপদের কারণ ছিল কারণ এর উচ্চতা ছিল ১০ তলা ভবনের সমান উচ্চতায় ৩০ মিটার লম্বা আর প্রস্থে ৫ মিটার। ওজনে ২২.৫ মেট্রিক টন যেটি প্রায় ২টি স্কুল বাসের সমান। পৃথিবীর প্রাকৃতিক নিয়মে এটি আবর্তন করেছিল কখন ও এর উচ্চতা ছিল ২৬০ কি.মি. ও ১৫০ কি.মি. আর বলে রাখা ভালো কার্মান লাইন পৃথিবী থেকে ১০০ কি.মি. দুরে যেখান থেকে পৃথিবীর বায়ুমন্ডলের শুরু। আর বায়ুমন্ডলে অক্সিজেনের সংঘর্ষে এর কিছু ধ্বংসাবশেষ বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় পরেছে।
শেষমেষ আজ সকাল ৯ মে ৭ টার সময় ভারত মহাসাগরে মালদ্বীপের কাছাকাছি long march 5B এসে আঘাত হানে। সাগরে পরার কারণে বড় কোনো খয়খতি হয়নি। আর বাকি ধ্বংসাবশেষ আজ বিকালে আরব সাগরের তীরে এসে আঘাত হানে।
এই মাসে চায়না আরো কয়েকটি নভোযান পাঠানোর কথা ছিল শুরুর প্রথম দিকে বড়সড় এক ধাক্কা খেল চায়না। এটি বিপদের আরো একটি কারণ ছিল পৃথিবীকে আবর্তন করার সময় এটি ৯০ মিনিট সময় নিয়েছিল যার গতিবেগ ছিল ঘন্টায় ২৮০০০ কি.মি. এটি প্রতি সেকেন্ডে পারি দিয়েছিল ৭ মাইল। দূরত্বের তারতম্য ছিল যখন এটি সাগর এর উপর ছিল তাই বিজ্ঞানীরা মনে করেছিল ইতালি বা সাগরের উপর পরবে। আর সব কিছুর অবসান ঘটিয়ে এটি নেমে আসল ভারত মহাসাগরে ও আরবের সাগরের তীর সংলগ্ন এলাকায়।
0 Comments