Argentina vs Brasil Copa America Final 2021
আজকে ১১ জুলাই ২০২১ কোপা আমেরিকা কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। বাংলাদেশে এ নিয়ে উৎসাহ আর উদ্দিপনার কম ছিল না। এ নিয়ে অনেক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে আর্জেন্টিনা সেমিফাইনালে কলম্বিয়াকে ট্রাইবেকারে ৩-২ গোলের বিনিময়ে জিতে ফাইনালে উটে। আর পেরুকে ১-০ গোলের ব্যবধানে হারায় ব্রাজিল। প্রায় ১৪ বছর পর দুই দল এক মঞ্চে ফাইনালে দেখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার জানালেন তিনি মেসিকে ফাইনালে দেখতে চান। আর ফাইনালে দেখা হয়ে জয় পেল এবারের কোপা আমেরিকার আসরে আর্জেন্টিনা।
মারাকানা স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। যেখানে এর আগে কখনো ব্রাজিল হারেনি। ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় লম্বা একটি পাস পেয়ে মিডফিল্ডার ডি মারিয়া ব্রাজিলের গোল রক্ষককে বোকা বানিয়ে দারুন একটি গোল করেন। এর পর কোন দল আর গোলের দেখা পাননি।
এই ফাইনাল খেলা দর্শকদের বেশ হতাশ করেছে। কারণ মাটের যে ফুটবলের যে শৈল্পিক খেলা তা দেখা যায়নি। Fouls ছিল আর্জেন্টিনার ১৯টি আর ২২ টি ছিল ব্রাজিলের। আর্জেন্টিনা ৫ টি হলুদ কার্ড পায় আর ৪টি হলুদ কার্ড পায় ব্রাজিল।
আর্জেন্টিনার হলুদ কার্ড পান
19/N.otamendi
4/Montiel
7/R De paul
5/l paredes
20/G lo celso
ব্রাজিলের হলুদ কার্ড পান
4/Marquinhos
16/R lodi
17/Lucas paqueta
8/Fred
ব্রাজিলের দখলে ছিল প্রায় ৬০ ভাগ তা শত্বেও কোন গোলের দেখা পায়নি তবে ১৩টি শর্টের মধ্যে ২টি লক্ষ্যে শর্ট ছিল। পাস ছিল মোট ৪৮৮টি যেগুলো প্রায় ৮৬ ভাগ সফল ছিল। দ্বিতীয়ার্ধে ১টি গোল দিলেও সেটি অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। তারা অফসাইড দেয় ৩টি। ৪টি কর্ণার সর্ট পেলেও কোন কাজে লাগেনি।
আর্জেন্টিনার বল দখল ছিল ৪০ ভাগ যা ব্রাজিল থেকে অনেক কম ছিল। বল পাস ছিল ৩৪৫টি যেগুলো প্রায় ৭৮ ভাগ সফল ছিল। কর্ণার পেয়েছিল ১টি। ৬টি শর্টের মধ্যে ২টি লক্ষ্য বস্তুতে আঘাত করেছিল।
ব্রাজিল থেকে আর্জেন্টিনার রক্ষণশীল ও আক্রমণ ভাগ ভালো ছিল। আর্জেন্টিনা ৪-৪-২ সেটে ও ব্রাজিল ৪-৩-৩ সেটে মাঠ সাজিয়েছিল।
আর্জেন্টিনা একাদশ
23/ D.Martinez
4/Montiel
13/C.Romero
19/N.Otamendi
8/M.Acuna
11/A.Di Maria
7/R De paul
5/L.Paredes
20/G.Lo celso
10/L.Messi
22/L.Martinez
আর্জেন্টিনা একাদশের বদলি খেলায়াড়
1/Armani
3/N.Tagliafico
6/G.pezzella
9/S.Aguero
12/A.Marchesin
14/E.palacios
15/N.Gonzalez
18/G.Rodriguez
21/A.Cornea
24/A.Gomez
25/L.Martinez
26/N.Molina
ব্রাজিল একাদশ
23/Morases
2/Danilo
4Marquinhos
3/T.Silva
16/R.Lodi
17/Lucas paqueta
5/Casemiro
8Fred
19/Everton
10/Neymar
7/Richarlison
ব্রাজিল একাদশের বদলি খেলোয়াড়
1/Alisson
6/A.Sandro
11/E.Ribeiro
12/Weberton
13/Emerson
14/E.Militao
15/Fabinho
18/V.Junior
20/R.Firmino
21/Gabriel
22/L.Ortiz
25/D.Luiz
আর্জেন্টিনার টিম ম্যানেজার L.Scaloni
ব্রাজিলের টিম ম্যানেজার Tite
অবশেষে ১-০ গোলের বিনিময়ে আর্জেন্টিনা জয় লাভ করে কোপা আমেরিকা ২০২১ আসরে ব্রাজিলের বিপক্ষে। আর মেসি পেয়ে গেল ফুটবলের বড় কোন মঞ্চের ট্রফি এর আগে বিশ্বকাপে ট্রপি থেকে বঞ্চিত হয় মেসি। মেসির দলের পক্ষে এটা তার ক্যারিয়ারের বড় কোন মঞ্চের ট্রফি।
2 Comments
This match was very interesting.
ReplyDeleteimportant information.
ReplyDelete