Italy win on penalties UEFA EURO 2020 Final England vs Italy


England vs Italy Final Euro 2020

Italy win on penalties UEFA EURO 2020 Final England vs Italy


আজ বাংলাদেশ সময় রাত ১ টায় ও লন্ডন সময় রাত ৮টায় ওয়েম্বলি স্টেডিয়ামে  UEFA EURO 2020 ফুটবল খেলার ফাইনাল হয় ইউরোপের মহা দুই শক্তিশালী দল ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। মাঠে খেলা শুরু হওয়ার আগ থেকেই হাজার হাজার দর্শক ভিড় জমান মাঠে ও মাঠের বাইরে। এই ফাইনালটি ছিল ইংল্যান্ডের ইউরোর প্রথম ফাইনাল। স্বাগতিক ও কম বয়সি খেলোয়াড় নিয়ে ছিল এই দল। চমৎকার ছন্দে ছিল ইংল্যান্ডের খেলোয়াড়েরা। 


খেলার শুরুর প্রথম ১ মিনিটেই ইতালি একটি কর্ণার পায় কিন্তু কাজে লাগাতে পারেনি । তারপর ২ মিনিটের মাথায় সুন্দর একটা পাস পান ডি বক্সের ভিতরে ইংল্যান্ডের ৩ নাম্বার জার্সি দারি Luke shaw আর তার দুর্দান্ত গোলে লিড পায় ইংল্যান্ড। ৩৪ মিনিটের সময় ইতালির Chiesa লক্ষ্য বস্তুতে আঘাত করেও ব্যর্থ হন। তার পরের মিনিটে L.Shaw ইতালির গোলপোস্টে গোল দিতে ব্যার্থ হন। ৪০ মিনিটে ইতালি একটি ফ্রী কিক পায় যেটি গোল পোস্ট এর উপর দিয়ে চলে যায়। ৪৫ মিনিটে আরো একটি সুযোগ আসে কিন্তু ইতালির আক্রমণ ভাগ তা কাজে লাগাতে পারেনি। ৪৫ মিনিটের সাথে আরো ৪ মিনিট দেওয়া হয়। প্রথমার্ধের শেষে ইংল্যান্ডের গোল ছিল ১টা আর ইতালি গোলশূন্য। 



দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে সুযোগ আসলে তা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ডের মিডফিল্ডার। ৪৯ মিনিটের মাথায় stearling ফাউল করলে ইতালি একটি ফ্রী কিক পায় যেটি ছিল খুব বিপদজনক ইংল্যান্ডের জন্য। ৫৬ ও ৬১ মিনিটে দুটি সুযোগ তৈরি করেছিলেন ইতালির গতিমান ফুটবলার chiesa কিন্তু ইংল্যান্ডের রক্ষণশীল তা ফিরিয়ে দেয়। তার ১ মিনিট পর ইংল্যান্ড ২টি কর্ণার শর্ট পেলে তা কাজে লাগাতে পারেনি। ৬৬ মিনিটে কর্ণার পায় ইতালি কিন্তু তা কাজে না লাগলেও ১ মিনিটের ব্যবধানে ইতালিকে লিড এনে দেন ১৯ নাম্বার জার্সি দারি L.Bonucci এর আগে তার শতীর্ত মাথা দিয়ে গোল করতে ব্যার্থ হয় আর তা তিনি কাজে লাগান। ৬৮ ও ৭৪ মিনিটে আরো আক্রমণ করে ইতালি। তারপর ৮৫ মিনিটে chiesa আহত হয়ে শিটকে যান। ৮৮ মিনিটে ইংল্যান্ডের stearling ইতালির লক্ষ্য বস্তুতে আঘাত করতে ব্যার্থ হন। ৯০ মিনিটের মাথায় ইতালির রক্ষণশীল ভাগের খেলোয়াড় chiellini হলুদ কার্ড পান। দ্বিতীয়ার্ধ শেষে ১-১ গোলে সমতা থাকার কারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।


১০৬ মিনিটে ইতালি ফ্রী কিক পায় কেউ গোল দিতে পারেননি। ১০৮ ও ১১০ মিনিটে ইংল্যান্ডের Harry kane ও stearling ২টি শর্ট কাজে লাগাতে পারেনি। ১১৯ মিনিটে ইতালি কর্নার শর্ট এবং ১১৯ ও ১২০ মিনিটে তারা পরপর ২টি সুযোগ পেয়েও ব্যার্থ হয়। তাই খেলা চলে যায় পেনাল্টিতে।



ইংল্যান্ড প্রথম শর্টে গোল দেন 9/ Harry kane আর ইতালির প্রথম শর্টে গোল দেন  11/Beradi দ্বিতীয় গোল দেন ইংল্যান্ডের 6/Maguire আর ইতালি দ্বিতীয় গোল মিস করেন 9/Belotti ইংল্যান্ড ৩য়,৪র্থ,৫ম গোল মিস করেন যথাক্রমে 11/Rashford  17/Sancho  25/Saka ইতালির ৩য় ও ৪র্থ গোল করেন যথাক্রমে 19/Bonucci ও 20/Bernarde এবং গোল মিস করেন ইতালির 8/Jorginho ইতালি ইংল্যান্ডকে ৩-২ পেনাল্টি গোলের ব্যবধানে  হারিয়ে এবারের ইউরো ২০২০ কাপ জিতে নেয়।


ইতালির ১৯টি শর্টের মধ্যে ৬টি লক্ষ্য বস্তুতে আঘাত ছিল। বল দখল ছিল ৬৬ ভাগ। মোট পাস ছিল ৮২২ টি যা ইংল্যান্ড থেকে দুইগুণ। যেগুলো ৮৮ ভাগ সফল ছিল। ফাউল করেছে  বেশি ইংল্যান্ড থেকে মোট ২১টি যার কারণে ইংল্যান্ড থেকে বেশি হলুদ কার্ড পায় তারা মোট ৫টি। অফসাইড দিয়েছে ৫টি ও কর্ণার পেয়েছে ৩টি। ইতালি তাদের মাঠ সাজিয়েছিল ৪-৩-৩ সেটে।


ইংল্যান্ড মাত্র ৬টি শর্টের মধ্যে ২টি লক্ষ্য বস্তুতে আঘাত করছিল। বল দখল ছিল ৩৪ ভাগ মোট পাস ছিল ৪২৪টি যেগুলো ৭৫ ভাগ সফল ছিল। ফাউল করেছে ১৩টি, হলুদ কার্ড পেয়েছে ১টি, অফসাইড করেছে ১টি। ইতালি থেকে কর্ণার বেশি পেলেও তা কেউ কাজে লাগাতে পারেনি মোট কর্ণার ছিল ৫টি। ইংল্যান্ড তাদের মাঠ সাজিয়েছিল ৩-৪-২-১ সেটে।



ইতালির একাদশ 

21/ G. Donnarumma

2/ G Di Lorenzo

19/ L. Bonucci 🟨 ⚽

3/ G. Chiellini 🟨

13/ Emerson (⬇️)

18/ N. Barella (🟨/⬇️)

8/ Jorginho 🟨

6/ M. Verratti (⬇️)

14/ F. Chiesa (⬇️)

17/ C. Immobile (⬇️)

10/ L. Insigne ( 🟨/⬇️)


ইতালির অতিরিক্ত খেলোয়াড় 

5/ M. Locatelli

9/ A. Belotti

11/ D. Berardi

16/ B. Cristante

20/ F. Bernarde

24/ A. Florenzi


ইতালির ম্যানেজার 

R. Mancini



ইংল্যান্ডের একাদশ 

1/ pickford

2/ K. Walker ⬇️

5/ J stones

6/ H Maguire 🟨

12/ k. Trippier ⬇️

14/ k. Phillips

4/ D. Rice⬇️

3/ L. Shaw ⚽

10/ R sterling

19/ M Mount ⬇️

9/ H kane


ইংল্যান্ডের অতিরিক্ত খেলোয়াড় 

7/ J Grealish

11/ M Rashford

17/ J Sanco

25/ B Saka


ইংল্যান্ডের ম্যানেজার 

G. Southgate


ইংল্যান্ড তাদের ঘরের মাটিতে UEFA EURO এর কোন বড় মঞ্চের জয় পেলনা। ইতালি এবারের ইউরো ফাইনালে চ্যাম্পিয়ন তারা গত ৩৩টি ম্যাচে অপরাজিত ছিল। ইতালি শেষ ফাইনাল খেলেছে ১৯৬৮ সালে তখন তারা জিতে ছিল আর এবারের ইউরো আসরে ২০২১ সালে তারা শিরোপা নিল। তারা ২০০২ ও ২০১২ সালে ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল। ইংল্যান্ড বেশ ভালো খেলেছে তবু ফুটবল যদি গোলের খেলা তাই অভিনন্দন রইল বিজয়ী দল ইতালির জন্য। 



Post a Comment

2 Comments