সিলেটের বন্যা পরিস্থিতি ২০২২ এটাই গত সব বন্যার ২০০৪ সালের বন্যার পানি থেকেই সিলেটে ভয়াবহ ছিল। হঠাৎ আকস্মিক বন্যা হওয়ার কারণ হলো ভারতের মেঘালয় ও আসামে ভয়াবহ বন্যা তার সাথে ১৫,১৬ ও ১৭ই মে ২০২২ টানা মুষলধারে বৃষ্টি। তাই দুই দিনের ভিতরে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হয়েছে।
যার কারণে জকিগঞ্জ ও কানাইঘাটে নদীর বাধ ভেঙ্গে কয়েকটি ইউনিয়ন প্লাবিত করেছে ও এদিকে কুশিয়ারা নদীর তীরবর্তী বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ইউনিয়নে নদীর বাধ ভেঙ্গে বন্যার পানি ডুকে গেছে।
এদিকে সিলেট নগরবাসী এক যুগ পর দেখল ভয়াবহ বন্যা। সুরমার বন্যার পানি বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করায় সিলেট নগরীতে পানি ডুকে গেছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে সিলেটের শাহজালাল উপশহর। এ,বি,সি,ডি,ই,এইচ,আই ও জে ব্লক ডুবে গিয়ে প্রায় কোথাও কোথাও কোমর পানি উটে গেছে। যার ফলে বাসা, অফিস, দোকানপাট, মার্কেট ও রাস্তাঘাট বানের পানিতে তলিয়ে গেছে। এছাড়াও মেন্দিবাগ, মাছিমপুর, কদমতলী, ছড়ারপাড়, সোবহানীঘাট, কুশিঘাট ও নগরের বিভিন্ন জায়গায় বন্যার পানি দেখা গেছে।
বন্যার পানি ডুকায় শহরে কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে বিশুদ্ধ খাবার পানির ঘাটতি দেখা দেয়। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ তৎপরতা থাকলেও তার সংকট দেখা দেয়।
গত ২২ ও ২৩শে মে ২০২২ বৃষ্টি থামায় সিলেট নগরীতে বন্যার উন্নতি হয়। তবে ড্রেনের বর্জ্য মিশ্রিত পানি দূর্গন্ধ সৃষ্টি করে সিলেট নগরবাসীর জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে।
এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মারাত্মক বন্যার দেখা দেয় ১৯, ২০ ও ২১শে মে ২০২২ সুনামগঞ্জ, যমুনা ও তিস্তা নদীতে। এখন এসব এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে।
0 Comments